ঢাকার নবাবগঞ্জের চূড়াইন ইউনিয়নের মুসলিমহাটি গ্রামে “ফাতেমা খাতুন আদর্শ মহিলা মাদরাসা”র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ই মে) মাদরাসাটি উদ্বোধন করা হয়। অত্র মাদরাসা প্রতিষ্ঠার জন্য জমিপ্র্রদান করেন সোনাহাজরা মুফিজিয়া ফাজিল মাদরাসার সাবেক ভি,পি মাসুদ। তাই তার মায়ের নামে মাদরাসাটির নামকরণ করা হয়েছে “ফাতিমা খাতুন আদর্শ মহিলা মাদরাসা”। মাদরাসাটি তৈরিতে সার্বিক উদ্যোগ ও সহযোগিতায় করেছে মুসলিমহাটি দক্ষিণপাড়া সমাজ কল্যাণ যুব সংঘ।
মাদরাসা উদ্বোধন করেন শাহ ক্বারী ঈসমাইল রঃ এর নাতি সোনাহাজরা মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মুস্তাফিজুর রহমান (হাফিঃ)।
ভি,পি মাসুদের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি ছিলেন হাজী ঈমান আলী। হাজী ওমর আলীর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
আরও বক্তব্য রাখেন স্থানীয় কায়কোবাদ, আবুল কালাম মল্লিক, চুড়াইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ, গালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তপন মোল্লা, অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা, অ্যাডভোকেট আতাউর রহমান, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, রাশেদ কামাল শিহাব, আবুল হোসেন, ফরহাদ হোসেন, লিটন আহমেদ সেন্টু, কবীর হোসেন, নূর আলম, ফারুক হোসেন বেপারী, নাসির মোঃ খান, সাঈদ খান প্রমুখ। অত্র মাদরাসা প্রতিষ্ঠায় এলাকায় দ্বীনি তামাদ্দুন বিস্তারে ব্যাপক ভুমিকা রাখবে এমনটাই প্রত্যাশা করেন বক্তারা।
উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আলী, মাসুদ পারভেজ, আতিকুল ইসলাম, রুহুল আমীন, উজ্জ্বল, বাহারুল, মুরাদ, সুরুজ কামাল, শেখ সুমন, সেন্টু কামাল, টিপু কামাল, আশরাফ কামাল, আসলাম সরকার, মোঃ সেলিম, ফিরোজ মাস্টার, মোঃ বিপ্লব, মোঃ শাহাদাত হোসেন, হাবিবুর রহমান সরকার, হাবিবুর রহমান, ওমর ফারুক অবুঝ, রাজিব মোল্লা, জয়নাল আবেদীন, আল হক্ব, সাইফুল বকসী, শেখ সৌরভ, হাফেজ মুজাহিদ, হাফেজ মুস্তাফিজ, ফাহাদ বকসী সহ গন্যমান্য আরও অনেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.