1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

পেটের ভেতরে ইয়াবা, গ্রেপ্তার ৪

সিনিয়র প্রতিবেদক.
  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৯৫০ বার দেখা হয়েছে

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় অভনব কায়দায় পেটের ভেতরে ইয়াবা বহন করে নিয়ে যাওয়ার সময় চার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০।

সোমবার দুপুওে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা (হিজলতলা বাজার) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ আনোয়ার হোসেন (১৯), মোঃ কায়সার উদ্দিন (১৮), মোঃ মাহমুদ হাসান ওরফে লাবু (২১) ও মোঃ আমিন ওরফে গুড়া (২০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার মাদক বিক্রেতারা অভিনব কায়দায় পেটের ভেতরে ইয়াবা বহন করে নিয়ে যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে ওই চার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে আনুমানিক ৫ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের ১ হাজার ৯১০টি ইয়াবা ট্যাবলেট, নগদ ১ হাজার ৭১০ টাকা ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ