1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন

দোহারে মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান

স্টাফ রিপোটার.
  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৫৩০ বার দেখা হয়েছে

মা ইলিশ রক্ষায় ঢাকার দোহারে অভিযান পরিচালনা করেছেন প্রশাসন। রবিবারের উপজেলার করমআলীর মোড়, লটাখোলা, মৈনট ঘাট, মেঘুলা বাজার সংলগ্ন এলাকায় এবং পদ্মা নদীতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও মা ইলিশ সংরক্ষণে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মামুন খান।

এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ২ জন জেলেকে ইলিশ মাছ ধরা থেকে নিবৃত্ত করা হয়। এছাড়া আব্বাস আলী বরফকল, আলিফ বরফকল, পপি বরফকল এবং অনিক বরফকল নামে ৪ টি লাইসেন্স বিহীন বরফকল চালু অবস্থায় পাওয়াসহ বিভিন্ন অভিযোগে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ এবং মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইনে তাদেরকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। একই সাথে আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযুক্ত ৪ টি বরফকলকে বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় জব্দকৃত আনুমানিক ১ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় ও ব্যবহৃত নৌকা বাজেয়াপ্ত করা হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন সুলতানা মুন্নী এবং কুতুবপুর নৌ-পুলিশ সহযোগিতা প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মামুন খান বলেন, অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত সময়সীমা অনুযায়ী দোহার উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ