1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

দোহারে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ বার দেখা হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত ও নিয়মিত কর্মরত সাড়ে তিন হাজার অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্তির দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং শিক্ষকদের এমপিও ভুক্তির দাবিতে ঢাকার দোহারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার জয়পাড়া কলেজের সামনে ঢাকা জেলা বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন অংশ নেওয়া শিক্ষকরা জানান, ৩২ বছরের বৈষম্য অবসানের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও নিয়মিত কর্মরত শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবিতে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তবে কোন সরকারই তাদের দাবি পূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেননি। অবিলম্বে প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে তাদেরকে এমপিওভুক্ত করার দাবি জানান শিক্ষকরা। এসময় ঢাকা শিক্ষা ভবনের সামনে দাবি আদায়ের কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।

মানববন্ধনে জয়পাড়া কলেজসহ অন্যান্য বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স শিক্ষকরা অংশ নেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ