একুশের গ্রন্থমেলায় মোড়ক উন্মোচিত হল সম্মিলিত কবিতার বই-২। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার উপ সম্পাদক কবি সাইদুজ্জামান রওশন।
এ পর্বে আরও উপস্থিত ছিলেন কবি আফসার উদ্দিন, শেরতাজ খান, নিনা ইসহাক, লুৎফর ভূঁইয়া, রোকন-উজ-জামান জুয়েল, মোজাহার হোসেন, প্রকাশক মামুন খান ইউসুফজাই, ছড়াকার মনির কাউসার প্রমুখ।
প্রবাসী কবি আজাহার মোল্লা ও কাউসার আহমেদ অনুষ্ঠানে যোগ দেয়ায় ভিন্ন মাত্রা পায় সম্মিলিত কবিতার বই-২’এর মোড়ক উন্মোচন পর্বটি।
বারুয়াখালী ডট কমের উদ্যোগে প্রকাশিত বইটি সম্পাদনা করেছেন মো. শাহজাহান শিকদার।
Leave a Reply
You must be logged in to post a comment.