1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন

যায়যায়দিনের ১৬ বছরে ১৬ পাউন্ডের কেক কেটে দোহারে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৭১৩ বার দেখা হয়েছে

দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬ বছরে ১৬ পাউন্ডের কেক কেটে ঢাকার দোহারে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৩০ জুন) দুপুরে প্রিয়বাংলা’র সভা কক্ষে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সাংবাদিকরা। পত্রিকাটির ঐতিহ্য ও ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যায়যায়দিনের দোহার প্রতিনিধি সুজন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আরটিভি’র স্টাফ রিপোর্টার ও কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি অমিতাভ অপু, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি শওকত আলী রতন, চ্যানেল ২৪ এর ঢাকা দক্ষিণের প্রতিনিধি শামীম আরমান, দৈনিক প্রতিদিনের সংবাদ ও চ্যানেল ৫২’র ইমরান হোসেন সুজন, দৈনিক ইত্তেফাকের শাহিনুর রহমান তুতি, এশিয়ান টিভির প্রতিনিধি তানজিম ইসলাম, দৈনিক যায়যায়দিনের নবাবগঞ্জ প্রতিনিধি আলীনূর ইসলাম মিশু, প্রিয়বাংলানিউজ টোয়েন্টিফোরের রিপন মোল্লা ও শামীম হোসেন সামন সহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্রের বিকাশ এবং রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রচার মাধ্যম হিসেবে যায়যায়দিনের ভূমিকা রয়েছে। করোনাকালেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পত্রিকাটি। এ ধারা অব্যাহত রেখে যায়যায়দিনের সফল অগ্রযাত্রা কামনা করেন বক্তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ