1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন

ভ্রাম্যমান আদালতের অভিযান: নবাবগঞ্জে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

রিপোর্টার:
  • আপডেট : সোমবার, ১০ মে, ২০২১
  • ৫৪৬ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জে পণ্যের গায়ে মূল্য প্রদর্শন না করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকেলে উপজেলার চূড়াইন ইউনিয়নের গোবিন্দপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে নবাবগঞ্জে মার্কেটগুলো নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রবিবার গোবিন্দপু বাজারে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এছাড়া মাস্ক না পড়ায় দুই জনকে অর্থদ- দেওয়া হয়। পাশাপাশি জনসচেতনতার লক্ষ্যে পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেণ নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল।

অরুণ কৃষ্ণ পাল বলেন, পণ্যের গায়ে মূল্য প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ দোকানীকে অর্থদন্ড দেওয়া হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ