1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা অমান্য করে দোহারের মৈনট ও বাহ্রাঘাটে দর্শনার্থীদের ভিড়

রিপন মোল্লাঃ
  • আপডেট : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ১০৭৯ বার দেখা হয়েছে

করোনা নিয়ন্ত্রণে নির্দেশিত সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকার দোহার উপজেলার পর্যটন স্পট হিসেবে পরিচিত বাহ্রা ও মৈনট ঘাটে শুক্রবারও দশনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে অকারণে ঘুরতে বের হওয়ায় ভ্রাম্যমান আদালতে কয়েকজনকে গুণতে হয়েছে জরিমানাও।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দোহার ও নবাবগঞ্জ উপজেলার সাথে আশেপাশের সকল উপজেলার সাথে সাত দিনের জন্য যোগাযোগ বিছিন্ন করার আদেশ দেয়ার পরদিন (২৫ জুন) শুক্রবার দোহার উপজেলার বিভিন্ন পর্যটন স্থান বাহ্রাঘাট, মৈনট ঘাট ও নারিশা ডাকবাংলো এলাকায় পদ্মা নদীর তীরে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।

শুক্রবার সাপ্তাহিক ছুটি দিন হওয়ায় অনেকেই পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে এসেছেন এসব স্থানে। অধিকাংশের মুখে ছিলনা মাস্ক, ছিলনা সামাজিক দুরুত্বও। সরেজমিনে দোহারের বিভিন্ন স্থান ঘুরে এমনটাই লক্ষ করা গেছে।

এদিকে স্বাস্থ্যবিধি অমান্য করায় শুক্রবার দোহারের বাহ্রঘাটসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জনকে বিভিন্ন অংকে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ