1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন

নবাবগঞ্জে ১৮০টি মন্ডপে উপহার প্রদান

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩৬৫ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলার ১৮০ টি মন্ডপে ৫০০ কেজি জি.আর চাল ও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের ব্যক্তি তহবিল থেকে প্রতি মন্ডপে নগদ ৫ হাজার টাকা করে উপহার হিসেবে অনুদান প্রদান করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় নবাবগঞ্জে আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু’র সভাপতিত্বে ভার্চুয়ালের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে সালমান এফ রহমান এমপি সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ফজলুর রহমান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুর রউফ মোল্লা, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন,ড. সাফিল উদ্দিন মিয়া, মো. আরিফুর রহমান শিকদার, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক জালাল উদ্দিন, উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামন্ডপের প্রতিনিধিগণ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ