1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

দোহার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট: জয়পাড়া সমাজ কল্যান ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৯১৯ বার দেখা হয়েছে

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বড়মাঠে শুক্রবার বিকেলে জয়পাড়া বড়মাঠ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় জয়পাড়া বড় মাঠ সমাজ কল্যান ক্রীড়া সংঘ বনাম জামসা অগ্রনী সংঘ মানিকগঞ্জ অংশগ্রহন করে।

খেলার প্রথমার্ধ শুরু থেকে জয়পাড়া বড় মাঠ জয়পাড়া সমাজ কল্যান ক্রীড়া সংঘ একের পর এক আক্রমনে থেকেও তা ব্যর্থ হয়। খেলার দ্বিতীয়ার্ধেও জয়পাড়া জামসা অগ্রনী সংঘকে চাপে রাখে। নির্ধারিত সময় খেলা ১-১ গোলে সমতায় থাকে। পরে ট্রাইবেকারে ৪-২ গোলে জামসা অগ্রনী সংঘকে হারিয়ে জয়পাড়া সমাজ কল্যান ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। খেলার উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফ ফিরোজ মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল। আরো উপস্থিত ছিলেন জজ ফারুক, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, সাজ্জাদ হোসেন সুরুজ, ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, কমিশনার আলমাছ উদ্দিন, বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদার সহ আরো অনেকে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ