1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন

দোহার ও নবাবগঞ্জে ২৬১ জন হোম কোয়ারেন্টাইনে, প্রবাসীকে সতর্ক করল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ১৩৭৪ বার দেখা হয়েছে

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শনিবার সকাল পর্যন্ত ঢাকার নবাবগঞ্জে ২১০ জন ও দোহারে ৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, এ পর্যন্ত ৮২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এরমধ্যে ৩১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমান ৫১ জন হোম কোয়ারেন্টারে আছে। অন্যদিকে নবাবগঞ্জ উপজেলায় ২১০ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।

এদিকে, হোম কোয়ারেন্টাইন সঠিকমতো পালন না করায় দোহার উপজেলার ইমামনগর গ্রামের সুইজারল্যান্ড ফেরত এক ব্যক্তিকে সতর্ক করেছে প্রশাসন। শনিবার সকালে ওই প্রবাসীর বাড়িতে যান দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন ও দোহার থানার ওসি (তদন্ত) আরাফাত হোসেন। হোম কোয়ারেন্টাইন ঠিকমত পালন না করায় তার বাড়িতে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে বলে জানান ডা. জসিম উদ্দিন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ