1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন

দোহারে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২০৭৩ বার দেখা হয়েছে

ঢাকার দোহারে চিকিৎসকের অবহেলায় মারজানা আক্তার (৫) নামক এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত মারজানা উপজেলার চর লটাখোলা গ্রামের মো.ইউনুসের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারজানাকে ভর্তি করে তার পরিবার। এ সময় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ চলতে থাকে। কিন্তু কিছুক্ষন পর শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শিউলি আক্তারকে খুজতে থাকেন মারজানার পরিবার। অনেক খোঁজাখুজি করেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায়নি তাকে। এসময় কর্তব্যরত এক নার্সকে জানালে নার্স মারজানাকে ঘুমের ওষুধ দেয়। এর কিছুক্ষণ পর মারা যায় শিশুটি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো.জসিম উদ্দিন জানান, তদন্ত কমিটির মাধ্যমে চিকিৎসকের অবহেলা ও ভূল চিকিৎসার বিষয়ে ক্ষতিয়ে দেখা হবে। প্রমাণ পেলে চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

এই ঘটনার প্রতিবাদে প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ করে রাখেন শিশুটির পরিবার ও বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এঘটনার বিষয়ে ডাঃ শিউলি আক্তারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ