ঢাকার দোহারে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে উপজেলার পদ্মা তীরবর্তী মধুরচর ও কাজিরচর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ৫ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ১ মণ মা ইলিশ জব্দ করা হয়।
অভিযানে আটককৃত ৫ জনকে ১ বছরের কারাদন্ড এবং ২ জন ক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া পলাতক আরও ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদ এবং সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য দপ্তর, র্যাব-১১, দোহার থানা ও নৌ-পুলিশ।
পরে জব্দকৃত কারেন্ট জাল ধ্বংস করা হয় এবং মা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.