ঢাকার দোহারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন শহীদ মিনারে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ আওয়ামীলীগের অন্যান্য সহযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন সামাজিক সংগঠন, স্কুল কলেজ, পৌরসভা ও অন্যান্য রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বর আলম সাকীব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, কেন্দ্রীয় মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুল, উপজেলা সহকারী কমিশনার ভুমি ফজলে রাব্বী, দোহার থানার ওসি মোস্তফা কামাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একলালউদ্দিন আহমেদ সহ আরো অনেকে
Leave a Reply
You must be logged in to post a comment.