1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে শ্যুটারগানসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ
  • আপডেট : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৭২৬ বার দেখা হয়েছে

কেরানীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর ইউনিয়নের শাহপুর এলাকা থেকে চিহ্নিত মাদক কারবারি মোঃ নিজামকে (৪০) ওয়ান শ্যুটারগান ও চুলাই মদসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। শুক্রবার ভোরে রোহিতপুরের শাহপুর এলাকার পুরাতন ঈদগাহ মাঠ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শ্যুটারগান, ১ রাউন্ড গুলি ও ৪০ লিটার চুলাই মদ উদ্ধার করে র‌্যাব-১০। এঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি অস্ত্র ও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানায়, নিজাম শাহপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। দীর্ঘদিন সে কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় মাদক কারবারি ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা চালিয়ে আসছিল। এর আগেও একাধিকবার তাকে মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। জেল থেকে বের হয়েই সে আবার মাদক কারবারি শুরু করে দেয়। এলাকাবাসীর দাবি এধরনের মাদক কারবারির উপযুক্ত শাস্তি হওয়া দরকার, অন্যথায় সমাজ থেকে মাদক র্নিমূল করা সম্ভব না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ