1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে মাদকসহ ৫ কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ
  • আপডেট : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৫২৫ বার দেখা হয়েছে

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ দু’টি অভিযান পরিচালনা করে ৮ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ ২ জন ও ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। শুক্রবার (১৩ আগষ্ট) রাতে মডেল থানা এলাকা থেকে ২ জনকে ইয়াবাসহ ও দক্ষিন থানা এলাকা থেকে ৩ জনকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দু’টি থানায় আলাদা দু’টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

মডেল থানা এলাকা থেকে গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোঃ মজিবুর রহমান (৪৮) ও মোঃ আব্দুল কাদির (৩২)। দক্ষিন থানা এলাকা থেকে গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোঃ রাসেল মিজি (৩৮), মোঃ মইন ইদ্দিন ওরফে মইনুল ইসলাম (২৪) ও মোঃ আবু হাসান মিজি ওরফে ইয়াসুফ (২৩)।

র‌্যাব-১০ সিপিসি-২ কোম্পানী কমান্ডার (কেরানীগঞ্জ ক্যাম্প) মেজর ওবায়দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে মাদকসহ ৫ কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা পেশাদার মাদক কারবারি। দক্ষিন কেরানীগঞ্জ থানা ও মডেল থানায় আলাদা দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ