কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে উৎসবমূখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের প্রথম দিন বুধবার সকালে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদারের সভাপতিত্বে বই উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনারকলি পুতুল, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ। আওয়ামী লীগ নেতা আইয়ূব আলী, ম্যানেজিং কমিটির সদস্য পিয়ার হোসেন, গিয়াস উদ্দিন, কাউছার মোল্লা, এজাজ আহমেদ মন্টু, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের মন্ডল, শাহজাদা সাহা মিয়া ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক-ই-আজম সহ বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।
মন্তব্য করুন