1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

মুন্সিগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪

প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৭৩২ বার দেখা হয়েছে

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মালখানগরের আলী আহম্মেদের ছেলে মনির হোসেন (৩৫), একই এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৮), আব্দুল আজিজ খানের ছেলে জুয়েল খান (৪০), আব্দুল মজিদ শেখের ছেলে আকাশ শেখ (২০)।

সোমবার রাতে র‌্যাব-১১, সিপিসি-১,মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে র‌্যাব-১১, সিপিসি-১,মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্বে সিরাজদিখানের মালখানগরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা, ০১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত চার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ