ঢাকার নবাবগঞ্জে চুড়াইন তারিণী বামা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার চুড়াইন সাংস্কৃতিক সংঘের মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের যুগ্মসচিব মো. মজিবুর রহমান।
সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও চুড়াইন তারিণী বামা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. সোলিম খান।
বিশেষ অতিথি ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ যুগ্মসচিব তানিয়া খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, সমাজকল্যাণ কর্মকর্তা স্বাস্থ্য বিভাগ ব্রাহ্মনবাড়িয়া নাজবাহুল ইসলাম, চুড়াইন ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল বেপারী, বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন, আগলা ইউপি চেয়ারম্যান শিরিন চৌধুরী, কো-অপ্ট সদস্য এসএম সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক অরুণ চন্দ্র মন্ডল ক্রীড়া শিক্ষক মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীরা।
Leave a Reply
You must be logged in to post a comment.