1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন

নবাবগঞ্জে গণ অনশন, গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৬০০ বার দেখা হয়েছে

সাম্প্রদায়িক মহলের সর্বনাশা চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা পালনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এর ডাকে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ঢাকার নবাবগঞ্জে গণঅনশন-গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার সংগঠনটি ।

শনিবার সকাল থেকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গণঅনশনে অংশগ্রহন করেন নেতাকর্মীরা।

এ সময় গনঅবস্থানে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন সদর কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল।

দুপুরে গণঅবস্থানে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক নরেশ চন্দ্র সরকার, যুগ্ম আহ্বায়ক স্বপন কুমার সরকার, সদস্য সচিব আকাশ সিদ্ধা, সদস্য রিপন মল্লিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চন্দ, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অনুপম দত্ত নিপু, সহ-সভাপতি রতন ডি কস্তা, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি রিমন দাস, উপজেলা ব্রাহ্মন যুব-কিশোর সংসদের সভাপতি মিঠুন চক্রবর্তী প্রমুখ।

পরে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা ফটক প্রদক্ষিণ করে শেষ হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ