1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন

দোহারে পাঁচ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৭৫১ বার দেখা হয়েছে

মৃত্যুর পাঁচমাস পর আদালতের নির্দেশে ঢাকার দোহার উপজেলায় শেখ মফজেল (৪৭) নামে এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। শেখ মফজেল দোহার পৌরসভার ইউসূফপুর এলাকার শেখ গহের আলীর ছেলে।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুর দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের উপস্থিতিতে ইউসূফপুর খানবাড়ি কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।

জানা যায়, প্রায় ৬ মাস আগে একই এলাকার হোসেন সরকার ও তার পরিবারের সাথে মারমারিতে গুরুত্বর আহত হয় শেখ মফজেল। ঘটনার এক মাস পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে নিহত মফজেলের স্ত্রী লিলি বেগম বাদী হয়ে ৭জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মামলার তদন্তের দায়িত্বে থাকা দোহার থানার উপ-পরিদর্শক আলীনুর তারেক প্রিয়বাংলা নিউজ২৪কে জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ