1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

করোনা সংকটে বেদে পল্লীর বাসিন্দাদের পাশে লায়ন সালাম চৌধুরি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৫৩২ বার দেখা হয়েছে

বেদে পল্লীর বাসিন্দারের খাদ্য উপকরণ, শাড়ি, লুঙ্গি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছেন লায়ন আব্দুস সালাম চৌধুরি।
ব্যক্তিগত অর্থায়নে ঈদের পরদিন বিকেলে দোহারের লটাখোলা বেদে পল্লীর সকল বাসিন্দাদের হাতে তিনি এ সহায়তা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ সহ লায়ন সালাম চৌধুরির পরিবারের সদস্যরা।

করোনা সংক্রমণ থেকে মুক্ত থাকতে বেদে পল্লীর বাসিন্দাদের বিভিন্ন ধরণের নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গুরুত্ব দেন মাস্ক ব্যবহারের। করোনার এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদ।

শুধু একবার নয় যে কোন দুঃসময়ে বেদে পল্লীর বাসিন্দারের পাশে থাকার আশ্বাস দেন লায়ন সালাম চৌধুরি। প্রয়োজনে স্কুল করে দেয়ার আশ্বাস দেন বাসিন্দাদের।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ