ঢাকার নবাবগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দলীয় নেতার্মীদের সাথে বান্দুরা ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী মহন্ত কুমার হালদারের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নতুন বান্দুরা গ্রামের নিজ বাড়িতে এ সভা করা হয়।
মহন্ত কুমার হালদার ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য। সভায় তিনি সভাপতিত্ব করেন। এ সময় নিজেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বলে জানান। এ ছাড়াও দলীয় মনোনয়ন না পেলে দলের মনোনিত প্রার্থীর হয়ে কাজ করারও ঘোষণা দেন তিনি।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. নাসির উদ্দিন, বান্দুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল হক, সাধারণ সম্পাদক সুকুমার হালদার, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী, সহ-সভাপতি শশাঙ্কভূষণ পাল চৌধূরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পলাশ চৌধূরী, সাধারণ সম্পাদক দিলিপ কুমার মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রানা, দোহার- নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন