ঢাকার নবাবগঞ্জে নতুন করে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১১৫ জনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ জানান, ১৬ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো ৬৪ জনের নমুনার মধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩.৪%।
ডা. অনুপ আরো জানান, এ পর্যন্ত (১৭ সেপ্টেম্বর) উপজেলা থেকে ১৪ হাজার ৬৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছে ৪ হাজার ১১৫ জন। মোট সুস্থ হয়েছে ৩ হাজার ৬৩৫ জন এবং চিকিৎসাধীন আছেন ৪১৭ জন। মৃত্যুবরণ করেছে ৬৩ জন।
মন্তব্য করুন