ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ চার ব্যক্তিকে আটক করেছে র্যাব।
র্যাব-১০ এর উপ-মহাপরিদর্শক মাহফুজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া এলাকা থেকে সকালে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- মোঃ নজরুল (৩৬), মোঃ সোহেল (২৫), মোঃ জহুরুল ইসলাম (২১) ও মোঃ জিয়ারুল (৩১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতরা পেশাদার মাদক বিক্রেতা। তারা দীর্ঘদিন ধরে ট্রাক যোগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ওই চার মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
এসময় তাদের ট্রাকে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজা, ৫টি মোবাইল ফোন, নগদ ৫ হাজার টাকা ও একটি কার্গোট্রাক জব্দ করা হয়েছে।
আটককৃতদের মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় সোর্পদ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্তব্য করুন