জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বর হতে ফোন পেয়ে মেঘনা নদীতে বিকল হওয়া যাত্রীবাহী লঞ্চ হতে ৩৫০ জন যাত্রীদের উদ্ধার করেছে কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি।
রোববার নৌ পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুন, ২০২১ (শনিবার) প্রায় ৩৫০ জন যাত্রী নিয়ে এমভি ফারহান-৬ নামের লঞ্চটি ভোলা জেলার বেতুয়া হতে যাত্রা শুরু করে। কিন্তু মেঘনা নদীর তীব্র ¯্রােতের মধ্যে লঞ্চটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং নদীতে লঞ্চটি ভাসতে থাকে। প্রাণপন চেষ্টা করেও লঞ্চের ইঞ্জিন চালু করতে না পারায় যাত্রীদের মধ্যে এক অজানা শঙ্কা কাজ করতে থাকে। এসময় তাদের আশেপাশে সাহায্য করার মতো কোন নৌকা বা ট্রলার ছিলো না। এসময় বিকল হওয়া যাত্রীবাহী লঞ্চের একজন যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) সুরুজ আল মামুন ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান। তারা দ্রুত ভাসমান লঞ্চটিতে থাকা প্রায় ৩৫০ জন যাত্রী উদ্ধার করে। পরবর্তীতে, নৌ পুলিশ অপর একটি লঞ্চ টিপু-১২ এর মাধ্যমে উদ্ধারকৃত যাত্রীদের নিরাপদে ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করে।
নৌপথে যাত্রী সাধারনের সেবায় নৌ পুলিশের প্রচেষ্টা সকলের দৃষ্টি আকর্ষন করে। লঞ্চে অবস্থানরত সকল যাত্রী বিপদে সাহায্য করার জন্য নৌ পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে।
Leave a Reply
You must be logged in to post a comment.