ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার বিকেলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের হাসানাবাদ সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ আকরাম হোসেন (২৩) ও মোঃ সাব্বির হোসেন (২৮)
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা পেশাদার মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে তারা দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে আনুমানিক ৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২৮ কেজি গাঁজা, নগদ ৫১০ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়।
মন্তব্য করুন