মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার রানীগাঁও এলাকায় অভিযান চালিয়ে জ্বালানি তেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আবু ছালেহ এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলে লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার মৃত দুলাল উদ্দিন ফকিরের ছেলে মো. নান্টু (৩৮), একই এলাকার ফজলুল হকের ছেলে মো. শাহজাহান (৪৫), জালাল উদ্দিন ফকিরের ছেলে চাঁন মিয়া (৪৫) এবং খোকা শেখের ছেলে মো. সুজন (৩০)
রোববার বিকেলে র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাত পৌনে ৩টায় চোরাই জ্বালানি তেল সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ৮০০ লিটার অকটেন, ৮০০ লিটার ডিজেল, ৭৫ লিটার মবিল এবং চোরাই জ্বালানি তেল বিক্রির নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাই জ্বালানি তেলের আনুমানিক মূল্য ১০ লাখ ৩৬ হাজার ৬শত টাকা বলে জানান র্যাব।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চোরাই তেল গোপনে মজুদ রেখে কেনাবেচা করার অপরাধে লৌহজং থানায় মামলা করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.