1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন

দোহারে মাস্ক ব্যবহার না করায় ২৮ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক.
  • আপডেট : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৫২৭ বার দেখা হয়েছে

ঢাকার দোহারে অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করার দায়ে ২৮ জনকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় দোহার থানা পুলিশ সহযোগিতা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন ও জনগণকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে সোমবার বিকেলে উপজেলার জয়পাড়া বাজার, আয়োজন মোড় ও থানা মোড়ে অভিযান ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় মাস্ক ব্যবহার না করায় ২৮ জনকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, করোনার সংক্রমণ রোধে এই অভিযান চালানো হয়েছে। অভিযান চলার সময় বাজারে আসা লোকজনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ