মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মো. আলমগীর হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাতে উপজেলার কামারগাঁও এলাকা থেকে তার গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলমগীর মধ্য কামারগাঁও এলাকার মৃত শেখ জাফর আলীর ছেলে।
সোমবার সকালে র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রোববার রাত পৌনে ১০টায় র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এর নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আলমগীরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে শ্রীনগর থানায় মামলা করা করেছে বলে জানান র্যাব।
মন্তব্য করুন