“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায়ও ভূমি সেবা সপ্তাহ ২০২১ শুরু হয়েছে। ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি মালিকদের বিশেষ সেবা প্রদাণের কার্যক্রম চলবে । ৬ জুন রবিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পাল ভূমি সেবা সপ্তাহ কার্যক্রম উদ্বোধন করেণ।
উদ্বোধনী দিনে ভুমি সেবাপ্রার্থীদের সহযোগিতার জন্য নবাবগঞ্জ উপজেলা ভূমি দপ্তর প্রাঙ্গণে তথ্যকেন্দ্র কাম সেবা ডেক্স স্থাপন করা হয়।
নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পাল বলেন, এখন থেকে নিবন্ধনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর আদায় করা হবে। ভূমি সেবা সপ্তাহে আমরা ১৪ ইউনিয়নের ভূমি মালিকদের সাথে উদ্যোক্তাদের নিয়ে সমম্বয় করছি। আশা করি অল্প দিনের মধ্যে অনলাইনে ভূমি কর আদায়ের ব্যাপক সারা পাওয়া যাবে।
Leave a Reply
You must be logged in to post a comment.