মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ইয়াবাসহ সুজন মন্ডল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন উপজেলার শ্রীনগর মন্ডলপাড়ার মৃত সুধীর মন্ডলের ছেলে।
শনিবার বিকেলে র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্বে শ্রীনগর কলেজ গেইটে অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ সুজনকে গ্রেপ্তার করে র্যাব-১১। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন