ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা-নূরনগর-আলালপুর রাস্তাটি পড়ে রয়েছে চরম অবহেলায়। রাস্তার বেশিরভাগ স্থানেই তৈরি হয়েছে মৃত্যুকূপ। গাড়ি উল্টে যাওয়ার ঘটনা এখানে নিয়মিতই ঘটে যাচ্ছে। অনেক সময় মনোযোগী চালকরা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে। বান্দুরা ব্রিজ পাড় হলেই পড়তে হয় এমন কঠিন পরিস্থিতিতে। এরপর থেকে আলালপুর তিন রাস্তার মোড় পর্যন্ত থাকতে হয় দুর্ঘটনার ঝুকিতে। রাস্তার এমন বেহাল দশার কারণে নষ্ট হচ্ছে জনগনের মূল্যবান সময়। এমতাবস্থায় রাস্তাটি সংস্কারের দাবি জানাচ্ছি।
-মো. আল-আমিন
মন্তব্য করুন