ঢাকার দোহার উপজেলার জয়পাড়া এলাকার ক্রীড়া সংগঠক আবুল বাশার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। আবুল বাশার জয়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ এর বড় ছেলে।
স্বজনরা জানান, রবিবার তিনি ডায়ালাইসিস করার জন্য ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টা ৫৫ মিনিটে ডায়ালাইসিস করার সময় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। সোমবার সকালে তার মরদেহ নিজ বাড়ি দোহারের জয়পাড়া জহির চেয়ারম্যানবাড়ির মোড়ে নিয়ে আসে। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। আবুল বাশারের জানাজার নামাজ তার দুই ছেলে ইতালি থেকে এলে মঙ্গলবার বাদ যোহর জয়পাড়া বড় মাঠে অনুষ্ঠিত হবে।
সে দোহার উপজেলা ক্রীড়া সংগঠক হিসেবে সুনামের সাথে কাজ করেছেন। একই ধারে তিনি বিভিন্ন সামজিক কর্মকান্ডে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দোহারের ক্রীড়াঙ্গন সহ তার নিজ গ্রাম জয়পাড়ায়। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন
Leave a Reply
You must be logged in to post a comment.