ঢাকার নবাবগঞ্জ উপজেলার সেন্ট ইউফ্রেজীস গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক রিপন কুমার শীল (৪৯) আর নেই। রবিবার ঢাকার ল্যাডএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এ গুনি শিক্ষক। রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ দুপুরে তার মরদেহ সেন্ট ইউফ্রেজীস গার্লস স্কুল এন্ড কলেজের আনা হয় শ্রদ্ধা নিবেদনের জন্য। এসময় কান্নায় ভেঙে পড়েন তার সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা। মৃত্যকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রতিষ্ঠানের গভর্নিং বডি, অধ্যক্ষ ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
রিপন কুমার শীল দীর্ঘ ২৫ বছর সেন্ট ইউফ্রেজীস গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করেছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.