মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী নবাবগঞ্জবাসীদের অন্যতম বৃহৎ সংগঠন “নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ” (ইনক) এর পক্ষ থেকে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এবছর ১৪টি ইউনিয়নের সাড়ে তিন হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার চূড়াইন ইউনিয়ন থেকে এ কার্যক্রম শুরু করা হয়। এছাড়াও কলাকোপা, আগলা, গালিমপুর, বক্সনগর, বাহ্রা, কৈলাইল, শোল্লা, যন্ত্রাইল, নয়নশ্রী, বান্দুরা, বারুয়াখালী, শিকারিপাড়া ও জয়কৃষ্ণপুর ইউনিয়নে এসব শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।
জানা যায়, ২০০৭ সালে নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ (ইনক) মো. উজ্জল বিপুলকে সভাপতি, আসাদ জামানকে সাধারণ সম্পাদক এবং মনসুর আলমকে প্রধান উপদেষ্টা করে কমিটি গঠন করা হয়। এবছর সংগঠনটি তাদের তহবিল থেকে নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে ১২ লাখ টাকার শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে উন্নত মানের ২৫০টি করে কম্বল বিতরণ করেন সংগঠনেরে নেতারা।
সংগঠনের সাধারণ সম্পাদক আসাদ জামান বলেন, ২০০৭ সালে দেশী ও প্রবাসীরা মিলে আমার এই “নবাবগঞ্জ এসোসিয়েমন” তৈরি করি এরপর থেকেই আমরা মানুষের বিভিন্ন বিপদ-আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় এবারের হাড় কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষকে একটু উঞ্চতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা আমাদের এই সংগঠনটির পক্ষ থেকে। শুধু শীতের সময় শীতবস্ত্রই নয়, আমাদের সংগঠন “নবাবগঞ্জ এসোসিয়েশন” রমজান মাসেও নবাবগঞ্জের ১৪টি ইউনিয়নের প্রত্যেকটি এতিমখানা ও মাদরাসায় প্রায় ১৪ লাখ টাকা দান করেছি ইফতার বাবদ। এছাড়াও বাংলাদেশে কয়েকমাস আগে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় বন্যা দুর্গতদের সাহায্যের জন্য প্রায় ১৬ লাখ টাকার তহবিল প্রধান উপদেষ্টার রিলিফ ফান্ডে জমা দিয়েছি। এর বাইরেও নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ (ইনক) নিরবে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে সাহায্য সহযোগীতা করে যাচ্ছে নবাবগঞ্জের গরীব দুঃখী অসহায় মানুষদের। আগামীতেও আমাদের এই মানবিক কার্যক্রম চলমান থাকবেন বলেও জানান এই সংগঠক।
Leave a Reply
You must be logged in to post a comment.