বিনোদন ডেস্ক। প্রিয়বাংলা নিউজ:
আমাদের দেশের বিয়ের অনুষ্ঠানগুলোতে সাধারণত হিন্দি বা কলকাতার বাংলা চলচ্চিত্রের গানই বেশি বাজানো হয়। কারণ বিয়ে নিয়ে আমাদের নিজস্ব গান হাতে গোণা। সেই ধারণা থেকে এবার বিয়ে নিয়ে গান করলেন কন্ঠশিল্পী নাদিরা মুক্তা। গানের শিরোনাম ‘নাচো গো কন্যা’। ওয়ালিদ আহমেদের কথায় গানটির সুর করেছেন নির্ঝর চৌধুরী এবং সংগীত পরিচালনা করেছেন মার্সেল। আর গানটির ভিডিও পরিচালনা করেছেন ওয়ালিদ আহমেদ নিজেই। সাদামাটার ব্যানারে সম্প্রতি গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি প্রকাশিত হয়েছে সাদামাটার ইউটিউব চ্যানেল ও মোবাইল অ্যাপসে। ভিডিও’র নাচের কোরিওগ্রাফি করেছেন নৃত্য পরিচালক সাব্বির আহমেদ বিজু। ভিডিওতে পারফর্ম করেছেন ইমতু, সিন্থিয়া, ইমরোজসহ একঝাঁক তারকামুখ।
সম্প্রতি রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিক ভাবে ‘নাচো গো কন্যা’ গানের ভিডিও’র প্রকাশনা অনুষ্ঠান হয়। এসময় উপস্থিত ছিলেন জনপ্রিয় মডেল-অভিনেতা ইমতু, কন্ঠশিল্পী কুমকুম, চিত্রনায়ক আমান রেজা, কন্ঠশিল্পী জুলি, সংগীত পরিচালক নির্ঝর চৌধুরী, অন্বিতা ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল ইসলাম, মডেল তাহমিদ অরিত্র, স্যাম খান, আফসারা এবং সাদামাটার কর্নধার ওয়ালিদ আহমেদসহ আরো অনেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.