জার্মান আওয়ামীলীগ বায়ার্ন মিউনিখ শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকার দোহারে মো. সোহেল মিয়া।
বৃহস্পতিবার জার্মান বায়ার্ন মিউনিখ শহরের একটি রেস্টুরেন্টে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির গণসংবর্ধণা অনুষ্ঠানে জার্মান আওয়ামীলীগের সভাপতি বসিরুল আলম চৌধুরী সাবু ও সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী সাক্ষরিত প্যাডে আগামী ৩ বছরের জন্য নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
এতে রাশেল মাহমুদকে সভাপতি ও মো. সোহেল মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
মো. সোহেল মিয়া দোহার উপজেলার জয়পাড়া থানার মোর এলাকার হারুন উর রশিদ মেম্বারের ছেলে। সে দীর্ঘদিন যাবত সুনামের আওয়ামীলীগের বিভিন্ন কার্যত্রম বাস্তবায়ন করে আসছে। সেখানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীও তিনি।
মন্তব্য করুন