1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন

কেরানীগঞ্জে ছয় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

সিনিয়র প্রতিবেদক.
  • আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৯ বার দেখা হয়েছে

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ছয় হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১০ এর উপ-মহাপরিদর্শক মাহফুজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার দক্ষিণ কেরাণীগঞ্জের নতুন রাস্তা ঢাকা ফিলিং ষ্টেশন এলাকা থেকে শনিবার তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মো. বাগদাদ হোসেন (৩৮) ও মো. তাহেদুল ইসলাম (২৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ তার আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে বিক্রয় করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তাদের নিকট থেকে ৬ হাজার সাতটি ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের মাদক আইনে মামলা দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সোর্পদ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ