ঢাকার দোহারে ‘কবিতায় বঙ্গবন্ধু এবং ১৫ ই আগষ্টের শোক গাঁথা ” কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা ছাত্রলীগ এর আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।
প্রতিযোগিতায় বিচারকমন্ডলি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য মীর বরকত, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসেডিয়াম সদস্য ও আনন্দভুবন পত্রিকার সম্পাদক ইকবাল খোরশেদ, সরকারি পদ্মা কলেজের বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক মোঃ মশিউর রহমান ও জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাকসুদা আক্তার।
ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগের সার্বিক তত্বাবধানে ও উপজেলা উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য মোঃ জয়নাল আবেদিন, কেন্দ্রীয় আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, দোহার থানার ওসি তদন্ত মাসুদুর রহমান সহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীসহ অংশগ্রহকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ উদয় হোসেন।
Leave a Reply
You must be logged in to post a comment.