মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. বাবুল বেপারী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে সদর থানাধীন দুর্গাবাড়ী নেছারাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবুল বেপারী সদর উপজেলা চর কেরয়ার গ্রামের অলি উল্লাহ বেপারী।
শ্রকুবার র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেন।
জানা যায়, বৃহস্পতিবার পৌনে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার মোঃ আবু ছালেহ’র নেতৃতে অভিযান চালিয়ে বাবুল বেপারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন