1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন

নবাবগঞ্জে ‘হৃদয়ে দীর্ঘগ্রাম’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৬৮১ বার দেখা হয়েছে

‘পাশে আছি, পাশে থাকবো’ এ শ্লোগানে ঢাকার নবাবগঞ্জ উপজেলার স্বেচ্ছাসবী সংগঠন ‘হৃদয়ে দীর্ঘগ্রাম’ এর উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ( ১১ মে) বিকেলে বারুয়াখালী ইউনিয়নের দীর্ঘগ্রাম এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, দুধ, ডাল, লবণ, পিয়াজ ও চাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে সংগঠনটির সদস্যরা পৌঁছে দেন।

সংগঠনটির সদস্যরা জানান, করোনাকালীন সময়ে ‘পাশে আছি, পাশে থাকবো’ শ্লোগান নিয়ে সংগঠনটি অসহায় ও দরিদ্র মানুষের সেবার লক্ষ্যে যাত্রা শুরু করেন। করোনার দুর্দিনে অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করেছে সংগঠনটি। এছাড়াও অসহায় পরিবারের চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রবাসীদের আর্থিক অনুদান ও দেশে অবস্থানরত এক ঝাঁক তরুণের উদ্যোগে ভবিষ্যতেও অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটির সদস্যরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ