1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টার:
  • আপডেট : রবিবার, ৯ মে, ২০২১
  • ৫৯৭ বার দেখা হয়েছে

কেরানীগঞ্জে ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম এমপির পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে এসব ঈদ সামগ্রী বিতরন করা হয়। ঈদ সামগ্রী তুলে দেন কেরানীগঞ্জ মডেল থানা আ’লীগের আহবায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম।

বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল ও ১ লিটার তেল।

এসময় উপস্থিত ছিলেন মডেল থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শফিউল আযম খান বারকু, যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন বিপ্লব, রোহিতপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সোলায়মান জামান, সাধারন সম্পাদক সাঈদ উদ্দিন সানজিব, মডেল থানা যুবলীগের সভাপতি মনির হোসেন প্রমুখ।

এসময় মডেল থানা যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন বিল্পব বলেন, ঢাকা-২ আসনের সংসদ সদস্য এ্যাড. কামরুল ইসলামের পক্ষ থেকে আজ রোহিতপুর ইউনিয়নের ১ হাজার পরিবারকে ঈদসামগ্রী বিতরন করা হয়েছে। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে কেরানীগঞ্জ মডেল থানার অসহায় ও দুঃস্থ প্রায় ২০ হাজার পরিবারের মাঝে এ ঈদসামগ্রী বিতরন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ