ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মহাকবি কায়কোবাদের জীবনীর উপর রচিত অধ্যক্ষ ড. মোহাম্মদ আলমাস আলী খানের দু‘শতাব্দীর সাক্ষী গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
রবিবার দুপুরে নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ।
বইটি সম্পর্কে লেখক ড. মোহাম্মদ আলমাস আলী খান বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএসডি ডিগ্রী অর্জন করেছি। সেই ধারাবাহিকতায় করোনা কালে আমি সিদ্ধান্ত নিয়েছিলামে মহাকবি কায়কোবাদকে নিয়ে গবেষণা করবো। আমি মহাকবি কায়কোবাদকে নিয়ে অনেক দিন ধরেই গবেষণা করেছি। পরিশেষে আজকের এই সফলতা দু‘শতাব্দীর সাক্ষী বইটিতে মহাকবি কায়কোবাদের পুরো জীবনী তুলে ধরা হয়েছে।
ড. মোহাম্মদ আলমাস আলী খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, দোহার-নবাবগঞ্জ কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রবীন্দ্র চন্দ্র মন্ডল, সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, কৃষি কর্মকর্তা নাহিদুজ্জামান নাহিদ, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ স¤পাদক জহিরুল ইসলাম, সাবেক সাধারণ স¤পাদক আজহারুল হকসহ প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.