মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ৮৯ পিস ইয়াবাসহ রহিম শেখ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার বিকেলে শ্রীনগরের ষোলঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রহিমা শেখ উপজেলার যশুরগাঁও (কলেজ গেট) গ্রামের মো. মান্নান এর ছেলে।
বুধবার রাতে র্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহ এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৬টার দিকে ষোলঘর এলাকায় অভিযান চালিয়ে রহিমকে গ্রেপ্তার করে র্যাব-১১। এসময় তার কাছ থেকে ৮৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান র্যাব।
মন্তব্য করুন