1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন

নবাবগঞ্জে ঢাকা জেলা পরিষদের পাঁচ প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৭০০ বার দেখা হয়েছে

নবাবগঞ্জে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ৫টি প্রকল্পের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান।

শনিবার দুপুরে উপজেলার বান্দুরা ইউনিয়নে কয়েকটি আরসিসি রাস্তা, মন্দির এবং দোহার-নবাবগঞ্জ কলেজের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন তিনি।

এসময় মাহবুবুর রহমান বলেন, সারা জীবন মানুষের জন্য ভেবেছি। ৫০ বছরের রাজনৈতিক জীবনে দশ লাখ টাকার উন্নয়ন করতে পারিনি। কিন্তু জেলা পরিষদের চেয়ারম্যান হয়ে গত ৪ বছরে সোয়া তিনশ’ কোটি টাকার বেশি প্রকল্প উন্নয়ন করেছি।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, সদস্য ওয়াহিদুজ্জামান রনি, এস এম সাইফুল ইসলাম, দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, আনোয়ার হোসেন, বর্তমান অধ্যক্ষ রবীন্দ্রনাথ, বান্দুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামছুল হক, সাধারণ সম্পাদক সুকুমার হালদার, সমাজ সেবক আব্দুর রহিম, আইয়ূব হোসেন, ছাত্রলীগ নেতা দীপ্ত দেওয়ান, নাসির উদ্দিন, শেখ রতন, রাকিব দেওয়ান প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ