“ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে” এই স্লোগাণ কে সামনে রেখে ঢাকার দোহারে জাতীয় সমাজসেবা দিবস-২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অবঃ) এ আর খান। সভা সঞ্চালনা করেণ উপজেলা সমাজ সেবা অফিসার মো. আবু নাঈম। সভায় আরও উপস্থিত ছিলনে ট্রেড ইনস্ট্রাকটর মো. বাছেত সহ উপজেলা সমাজসেবা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সভায় জানানো হয়, দোহার উপজেলায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি ভাতা সহ অন্যান্য ১১ হাজার ৮২০ টি ভাতা চালু রয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.