ঢাকা জেলার দোহার উপজেলার নির্মাণ শিল্পীদের নিয়ে মত বিনিময় সভা করেছে আকিজ সিমেন্ট। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে দোহারের লটাখোলাস্থ একটি কনফারেন্স সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে আকিজ সিমেন্টের গুণগত মান, দীর্ঘস্থায়ীত্ব ও সুফল সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরা হয় নির্মাণ শিল্পীদের (রাজমিস্ত্রী) কাছে।
এসময় উপস্থিত ছিলেন আকিজ সিমেন্ট কোম্পানি লিঃ এর ডিজিএম (সেলস) মো. মশিউর রহমান ডালিম, ডেপুটি ম্যানেজার মো. আনিসুর রহমান, ইঞ্জিনিয়ার মো. আরিফুর রহমান, আকিজ সিমেন্টের পরিবেশক মু. আলমাছ উদ্দিন ও টেরিটরি সেলস অফিসার মো. কামরুল হাসান সহ আরো অনেকে।
অনুষ্ঠানে আমন্ত্রিত নির্মাণ শিল্পী ও আকিজ সিমেন্ট-এর প্রতিনিধিদের মাঝে বিভিন্ন বিষয়ে প্রশ্ন-উত্তর পর্ব শেষে, অতিথিরা তাদের নিজ নিজ অবস্থান থেকে আকিজ সিমেন্টের গুনগত মান সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানে দোহার উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবকাঠামো নির্মাণ কাজে নিয়োজিত নির্মাণ শিল্পীরা (রাজমিস্ত্রী) উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.