1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

দোহারে তিন শতাধিক তালের বীজ বপন

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৯৫ বার দেখা হয়েছে

ঢাকার দোহার উপজেলায় কাঠালীঘাটা এলাকায় তিন শতাধিক তালের বীজ বপন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুুরে উপজেলার কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে রাইপাড়া কৃষি ব্লক সিআইজি পুরুষ সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত ‘তাল বীজ বপন’ অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মামুন ইয়াকুব।
এ সময় তিনি বলেন, প্রাচীনকাল থেকেই তালগাছের বহুমাতৃক ব্যবহার হয়ে থাকে আমাদের দেশে। পরিবেশের রক্ষায় ও বজ্রপাত নিরোধে এ গাছের ভূমিকা অনস্বীকার্য। মাটির ক্ষয়রোধেও রয়েছে তালগাছের অনন্য বৈশিষ্ট্য। তাই তিনি পরিত্যক্ত জমিতে বেশি বেশি তালগাছ লাগানোর প্রতি সবাইকে উদ্ধুদ্ধ করেন।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ পারভেজ, নজরুল ইসলামসহ রকি বেপারী, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, রাজিব, জাকির হোসেন, ইমারত হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত এক সপ্তাহ আগে এই এলাকার প্রত্যেক বাড়িতে বাড়িতে তিনশ’ তালের বীজ বপন করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ