1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন

দোহারে মোটরসাইকেল সার্ভিসে নতুন দিগন্ত ‘ডক্টর বাইক’

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ১৯১২ বার দেখা হয়েছে

মোটরসাইকেল সার্ভিসিং-এর ক্ষেত্রে নতুন দিগন্ত নিয়ে ঢাকার দোহারে যাত্রা শুরু করেছে ‘ডক্টর বাইক’। বৃহস্পতিবার বিকেলে ডিজিটাল এ বাইক সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

উপজেলার ঢাকা-দোহার-শ্রীনগর সড়কের পাশে দক্ষিণ জয়পাড়া ‘সেন্টার ছিফ’ রেষ্টুরেন্ট সংলগ্ন এলাকায় অত্যাধুনিক এ সার্ভিস সেন্টারের উদ্যোক্তারা হলেন, পাপেল মাহমুদ নিজাম, প্রান্ত দাস, সাব্বির হোসেন পাপ্পু, শাহাদাত হোসেন নিঝু ও ফয়সাল আহমেদ তালুকদার (পিয়াস)।

উদ্যোক্তারা জানান, মোটরসাইকেল সার্ভিসিং এর ক্ষেত্রে সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে ‘ডক্টর বাইক’। তারা দাবি করেন, দোহার-নবাবগঞ্জে এই প্রথম মটরসাইকেল সার্ভিসিং এর ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন হলো এই সার্ভিস সেন্টারের মধ্য দিয়ে। দক্ষ ইঞ্জিনিয়াররা এখানে কাজ করবে নিয়মিতভাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার প্রকৌশলী মশিউর রহমান, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুরুজ, শিক্ষক নজরুল ইসলাম খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক উদয় হুসাইন, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক শিহাব-উর-রহমান শিকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ